আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব পাকিস্তানে বাসে বিস্ফোরণে নিহত ১০, বহু আহত

পাকিস্তানে বাসে বিস্ফোরণে নিহত ১০, বহু আহত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০২১ , ২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উপ্পার কোহিস্তানে একটি বাসে বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন অনলাইনের খবরে বলা হয়, বিস্ফোরণে নিহতদের মধ্যে চীনের ৮ প্রকৌশলীও রয়েছেন। উপ্পার কোহিস্তানের ডেপুটি কমিশনার আরিফ খান ইউসুফজাই বলেন, ৩০ যাত্রী নিয়ে বাসটি যাওয়ার সময় সকালের দিকে এ বিস্ফোরণ ঘটে। বাসে কয়েকজন চীনা প্রকৌশলীও ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। আহতদের উপ্পার কোহিস্তান জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।