আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ১৮

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ১৮


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০২১ , ১২:১৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে সিনহুয়ার। শুক্রবার সকালে প্রদেশের খুজদার জেলায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি দ্রুত গতির সাথে মোড় নেয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বাসটি পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশের লারকানা জেলা থেকে খুজদার যাচ্ছিলো। বেলুচিস্তানের খুজদার জেলার খোরি নামক স্থানে মোড় নেয়ার সময় বাসটি উল্টে যায়। এতে বাসের ১৮ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ৩০ জন গুরুতর আহত হন। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিহতদের লাশ খুজদারের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।