আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৭

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৭


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩০, ২০২৩ , ৩:৫৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে মসজিদে বিস্ফোরণে অন্তত ১৭ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন।

সোমবার (৩০ জানুয়ারি) পেশওয়ার পুলিশ লাইনস এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পেশওয়ারের লেডি রিডিং হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, জোহর নামাজের সময় সামনের কাতারে অবস্থান নিয়ে একজন  আত্মঘাতী এ হামলা চালিয়েছে।