আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ভূমিকম্প, নিহত ৯

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ভূমিকম্প, নিহত ৯


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২২, ২০২৩ , ৫:১০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ৬.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২১ মার্চ) রাতে অনুভূত হয় এই ভূকম্পন। উৎপত্তিস্থল ছিলো আফগানিস্তানের দক্ষিণ-দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জুর্মে। যা পাকিস্তান সীমান্ত লাগোয়া।

আহতের চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। ইসলামাবাদ-লাহোর ছাড়াও ভারতের কয়েক জায়গায় আফটার শকের ধাক্কা অনুভূত হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি ইসলামাবাদ ও লাহোরসহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে।