আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পাকিস্তান দলে যোগ দিচ্ছেন আমির

পাকিস্তান দলে যোগ দিচ্ছেন আমির


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২০ , ১১:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  ব্যক্তিগত কারণে ইতোপুর্বে নাম প্রত্যাহার করা পেসার মোহাম্মদ আমির ইংল্যান্ড সফরে পাকিস্তান দলে যোগ দিচ্ছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

আগস্ট মাসে সম্ভাব্য দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষ্যে ২৮ বছর বয়সী আমির দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে গত সপ্তাহে তার দ্বিতীয় কন্যা জন্ম গ্রহণ করেছে।

তিন ম্যাচের টেস্ট ও সম সংখ্যক ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ড রয়েছে পাকিস্তান দল। ইংল্যান্ডে সফরের আগে দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ আসতে হবে আমিরের।

বিস্ময়করভাবে গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আমির। ছয় বারের মধ্যে পাঁচ বারই করোনা পরীক্ষায় পজিটিভ হওয়া ফাস্ট বোলার হারিস রউফের স্থলাভিষিক্ত হবেন আমির।

তিন ম্যাচ সিরিজে ম্যানচেস্টারে ৫ আগস্ট প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। সফরে এশিয়ার দলটি তিন ম্যাচের একটি টি-২০ সিরিজও খেলবে।