আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পাকিস্তান সফরে গিয়ে বিপাকে দ. আফ্রিকা

পাকিস্তান সফরে গিয়ে বিপাকে দ. আফ্রিকা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৭, ২০২১ , ১২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  ১৪ বছর পর পাকিস্তান সফরে গিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা। করাচি টেস্টে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া আফ্রিকা অলআউট হয়েছে ২২০ রানে। টস জিতে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে বড় স্কোর গড়তে পারেনি কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন দলটি। আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার ডিন এলগার। এছাড়া ৩৫ রান করেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা জর্জ লিন্ডে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন লেগ স্পিনার ইয়াসির শাহ। এছাড়া দুটি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও করাচি টেস্টে ৩৪ বছর বয়সে অভিষেক হওয়া অফস্পিনার নোমান আলী।