পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৩, ২০২০ , ১২:২৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
পাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বাড়তি যানবাহনের চাপ রয়েছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। সময়ের সাথে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে অপেক্ষমাণ যানবাহনের সারি। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি এবং জরুরী পণ্যবাহী ট্রাক নৌ-রুট পারাপার করায় দীর্ঘ ভোগান্তির কবলে রয়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক চালকেরা। এক থেকে দেড় ঘণ্টার অপেক্ষায় যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি এবং জরুরী পণ্যবাহী ট্রাক নৌ-রুট পারাপারের সুযোগ পেলেও সাধারণ পণ্যবাহী ট্রাক চালকদের অপেক্ষা করতে হয় ২০ থেকে ২৫ ঘণ্টা পর্যন্ত। কখনো আবার তিন থেকে চার দিন পর্যন্ত রূপ নেয় অপেক্ষার মাত্রা। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত নৌ-রুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ছয় শতাধিক যানবাহন নৌ-রুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান ফেরিঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফেরির তুলনায় যানবাহনের চাপ বেশি থাকার কারণে অপেক্ষমাণ যানের সারি দীর্ঘ হচ্ছে বলেও জানান ফেরিঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারি ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, দুর্গাপূজা উপলক্ষে ফেরিঘাট এলাকার পাটুরিয়া প্রান্তে ব্যক্তিগত ছোট গাড়ির চাপ রয়েছে ভোর থেকে। অগ্রাধিকার ভিত্তিতে এসব ছোট গাড়িগুলো নৌ-রুট পারাপার করা হচ্ছে। তারপরও মাঝে মাঝে ছোট গাড়ির সারি দীর্ঘ হচ্ছে বলে জানান তিনি। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় মিলে ১৯টি ফেরি চলাচল করছে। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় চার শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক এবং ৫০ থেকে ৬০টি বাস ও ৫০ থেকে ৬০টি ছোট গাড়ি নৌ-রুট পারাপারের জন্য অপেক্ষমাণ রয়েছে। এছাড়াও মহাসড়কে ঘাটমুখী কিছু ট্রাক অপেক্ষমাণ রয়েছে। মানিকগঞ্জের শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকার দুইটি ট্রাক টার্মিনালে মোট চারশো ট্রাক রাখা যায়। এর বেশি ট্রাক ঘাট এলাকায় প্রবেশ করলে ঘাটের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায়। যে কারণে ঘাট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের উথুলী এলাকায় ঘাটমুখী ট্রাকগুলো আটকে রাখা হয়। সবশেষ উথুলী এলাকায় ঘাটমুখী শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমাণ ট্রাকের সংখ্যা কমে আসলে উথুলী থেকে সিরিয়াল অনুযায়ী কিছু কিছু করে আটকে রাখা ট্রাক ঘাটে পাঠানো হবে বলে জানান তিনি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ রয়েছে।