আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ পাটুরিয়ায় ট্রাকচাপায় হেলপার নিহত

পাটুরিয়ায় ট্রাকচাপায় হেলপার নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১০:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


manikganjমানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ট্রাকচাপায় রাজন মিয়া (৩০) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছে।

সোমবার (০৬ জুন) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন রাজবাড়ী জেলা সদরের রাজবাড়ী মোড় এলাকার সাত্তার মিয়ার ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) এস এম জাহাঙ্গীর আলম এ খবর নিশ্চিত করেন।

এসআই জানান, ভোরে যশোরগামী একটি ট্রাক পাটুরিয়া ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়।

এতে করে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া ট্রাকটির হেলপার দুই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু দুর্ঘটনার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া ট্রাকটির চালক পালিয়ে যায় বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।