আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব পানশিরে তালেবানবিরোধী লড়াইয়ে শীর্ষস্থানীয় প্রতিরোধযোদ্ধা নিহত

পানশিরে তালেবানবিরোধী লড়াইয়ে শীর্ষস্থানীয় প্রতিরোধযোদ্ধা নিহত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২১ , ১২:৪১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : আফগানিস্তানের পানশির উপত্যকায় তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) এক জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার এনআরএফের পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ কথা বলা হয়। এনআরএফের নিহত সদস্যের নাম জেনারেল আবদুল ওয়াদুদ জারা। তিনি এনআরএফের নেতা আহমেদ মাসুদের ভাগনে। এদিকে এনআরএফের মুখপাত্র ফাহিম দাশতিও নিহত হয়েছেন বলে আফগানিস্তানের একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। এনআরএফের বরাত দিয়ে সামা নিউজ বলছে, তালেবানের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধে এনআরএ দুই সহযোদ্ধাকে হারিয়েছে। ফাহিম দাশতি ও জেনারেল ওয়াদুদ শহীদ হয়েছেন। ফাহিম দাশতির পরই জেনারেল ওয়াদুদের নিহত হওয়ার খবর আসে। এ ছাড়া কিছু প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর পানশিরের বাড়ি লক্ষ্য করে হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়েছে। পরে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এনআরএফ নেতা আহমেদ মাসুদ গতকাল রোববার বলেছেন, তাঁর বাহিনী যুদ্ধবিরতির পাশাপাশি তালেবানের সঙ্গে আলোচনায় রাজি। আহমেদ মাসুদ বলেন, দীর্ঘস্থায়ী শান্তির জন্য এনআরএফ লড়াই বন্ধে প্রস্তুত। তবে শর্ত হলো তালেবানকেও সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে। সংঘাত বন্ধে তিনি তালেবানের সঙ্গে আলোচনায় রাজি। তালেবান গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয়। ৩১ আগস্ট কাবুল ত্যাগ করে সর্বশেষ মার্কিন সেনা। এর মধ্য দিয়ে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম যুদ্ধের। তবে পানশিরে স্থানীয় নেতা আহমেদ মাসুদের নেতৃত্বে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এনআরএফের যোদ্ধারা। দুদিন আগে তালেবান দাবি করেছিল, পানশির নিয়ন্ত্রণে নিয়েছে তারা। তবে পরে খবর আসে, পানশিরে এনআরএফের প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলছে। পরে তালেবান দাবি করে, তাদের যোদ্ধারা পানশিরের রাজধানীতে ঢুকে পড়েছে। তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও গতকাল পর্যন্ত তারা সরকার গঠন বা পূর্ণাঙ্গ মন্ত্রিসভার ঘোষণা দিতে পারেনি। সরকার গঠনে তালেবানকে সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান।