আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন পান্না কায়সারের মৃত্যু, স্তব্ধ মিমের আফসোস

পান্না কায়সারের মৃত্যু, স্তব্ধ মিমের আফসোস


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৪, ২০২৩ , ৪:০৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তার নতুন সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’। এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রটির জন্য পান্না কায়সারের টিভি সাক্ষাৎকার দেখেছেন, বই পড়ে ধারণা নিয়েছেন। তা ছাড়াও পান্না কায়সারের মেয়ে অভিনেত্রী শমী কায়সারের কাছ থেকেও ধারণা দেন মিমি। তারপরই মূলত সিনেমাটির দু্ই দিন শুটিং করেন। শুক্রবার (৪ আগস্ট) পান্না কায়সারের সঙ্গে মিমের দেখা করা কথা ছিল। কিন্তু আজ ঘুম থেকে উঠে জানতে পারেন পান্না কায়সার মারা গেছেন। অধরাই থেকে গেলো মিমের চাওয়া। এ নিয়ে তার আফসোসের যেন শেষ নেই।

‘গত দুই মাস ধরে যাকে বই পড়ে, টেলিভিশনের বিভিন্ন ইন্টারভিউ থেকে জানার চেষ্টা করেছি, সেই মানুষটার সঙ্গে মুখোমুখি বসে গল্প করব। নানা অভিজ্ঞতা শুনব। আড্ডা দেব। জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। অসাধারণ মুহূর্তের সাক্ষী হবো। আরো কত কি যে ভাবনা মনের মধ্যে। চাইলেই কি আর সব পূরণ হয়।’ বলেন মিম।

পান্না কায়সারের মৃত্যুর খবর শুনে স্তব্ধ বিদ্যা সিনহা মিম। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন— ‘সকালবেলা এমন একটা খবর অপেক্ষা করছে ভাবিনি। ঘুম থেকে ওঠেই শুনি পান্না কায়সার আন্টি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর খবরে থমকে গেলাম; স্তব্ধ হলাম। কিছুদিন ধরে মনের মধ্যে লালন করা মহীয়সী পান্না কায়সারকে হারিয়ে মনে হচ্ছে, আমারই একজন আপনজন হারালাম। সৃষ্টিকর্তার কাছে তার আত্মার শান্তি কামনা করছি।’