আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন পার্টিতে প্রাক্তন প্রেমিকাকে সালমানের চুমু, ভিডিও ভাইরাল

পার্টিতে প্রাক্তন প্রেমিকাকে সালমানের চুমু, ভিডিও ভাইরাল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২২ , ৬:০৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বলিউড সুপারস্টার সালমান খান। আজ ৫৭ বছরে পা দিলেন এই মোস্ট এলিজেবল ব্যাচেলর। গতকাল দিবাগত রাতে ভাইয়ের জন্মদিন উপলক্ষে নিজের বাড়িতে পার্টির আয়োজন করেন সালমানের বোন অর্পিতা। তাতে হাজির হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। এ তালিকায় ছিলেন সালমানের প্রাক্তন প্রেমিকা সংগীতা বিজলানি।

সালমানের জন্মদিনের অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। পার্টিতে শাহরুখ থেকে শুরু করে অনেকের সঙ্গে দারুণ সময় পার করেছেন সালমান। একটি ভিডিওতে দেখা যায়, পার্কিং লটে গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন সংগীতা বিজলানি; ফোনে কথা বলছেন তিনি। তার পাশে রয়েছেন সালমান খান। কিছুক্ষণ পর সংগীতার গাড়ি চলে আসে। এসময় সংগীতাকে জড়িয়ে ধরেন সালমান খান। তারপর ভালোবাসা ভরা চুম্বন সংগীতার কপালে এঁকে দেন সালমান। এসময় দুজনকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। প্রাক্তন প্রেমিকার সঙ্গে সালমানের এমন আনন্দঘন মুহূর্তের ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল। সালমান ভক্তরাও ভূয়সী প্রশংসা করছেন তাদের প্রিয় অভিনেতার। একজন লিখেছেন— ‘সালমান যাদের সঙ্গে সম্পর্কে ছিলেন, তাদের প্রতি এখনো অনুগত। প্রাক্তনকে কীভাবে সম্মান করতে হয়, তা সালমানের কাছ থেকে শেখার আছে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

সালমানের প্রেমিকাদের তালিকা মোটেও ছোট নয়। এ তালিকার আলোচিত নাম সংগীতা বিজলানি। শোনা যায়, এই অভিনেত্রীর সঙ্গে বিয়ের পরিকল্পনাও করেছিলেন সালমান। শুধু তাই নয়, বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দেন সালমান। পরে তাদের ব্রেকআপ হয়।

সালমানের সঙ্গে বিচ্ছেদের পর ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে সম্পর্কে জড়ান সংগীতা। ১৯৯৬ সালে বিয়েও করেন তারা। কিন্তু ২০১০ সালে এই দম্পতির ডিভোর্স হয়। তারপর আর বিয়ে করেননি সংগীতা।