আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২০ , ৫:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। শনিবার রাতে বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, করোনা পরীক্ষার জন্য গত ৪ জুন মন্ত্রী বীর বাহাদুরের নমুনা কক্সবাজারের ল্যাবে পাঠানো হয়। শনিবার পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ এসেছে। সিভিল সার্জন আরও বলেন, মন্ত্রীর জ্বর ও কাশি রয়েছে। বান্দরবানের স্থানীয় চিকিৎসাব্যবস্থা তেমন উন্নত না হওয়ায় রোববার তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।