পাল্টা আক্রমণে ইউক্রেন ব্যর্থ, দাবি পুতিনের
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২৩ , ১০:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : পাল্টা আক্রমণে ইউক্রেন কোনো সাফল্য পায়নি বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে, পাল্টা আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনের সেনাবাহিনী কোনো সাফল্য পায়নি। পুতিন বলেন, ‘আমাদের প্রতিরক্ষা ভেদ করার জন্য শত্রুর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আক্রমণ শুরু হওয়ার পর থেকে তারা সফল হয়নি। ’ তিনি বলেন, ‘এই আক্রমণে শত্রুর কোনো সাফল্য নেই!’ যদিও এসময় তিনি রাশিয়ান সামরিক বাহিনীর সম্পর্কে প্রকাশ্যে কথা বলতে অস্বীকার করেন। সাক্ষাৎকারে সাংবাদিককে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ক্যামেরা বন্ধ হয়ে গেলে আমি আপনাকে এটি আলাদাভাবে বলব।