পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২০ , ৬:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এগিয়ে ছেলেরা। রোববার (৩১ মে) বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। এরআগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করেন। ফলাফলে দেখা গেছে, এবার মাধ্যমিকে পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এতে মোট পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। এরমধ্যে ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন ছাত্রী এবং ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন ছাত্র। পাসের হারে ৮১ দশমিক ৬৩ শতাংশ ছাত্র এবং ৮৪ দশমিক ১০ শতাংশ ছাত্রী। আর অনুত্তীর্ণ শিক্ষার্থীর হারেও এগিয়ে ছাত্ররা। ১ লাখ ৮৭ হাজার ৫৯৮ জন ছাত্র এবং ১ লাখ ৬১ হাজার ৯০৭ জন ছাত্রী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। তবে পরীক্ষার্থীর সংখ্যায় এগিয়ে ছিল ছেলেরা। ২০ লাখ ৪০ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছাত্র এবং ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী।