আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন পিয়াসাকে আরও ১০ দিনের রিমান্ডে চায় সিআইডি

পিয়াসাকে আরও ১০ দিনের রিমান্ডে চায় সিআইডি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২১ , ২:০১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   রাজধানীর গুলশান ও ভাটারা থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় সমালোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আরও ১০ দিনের রিমান্ড চেয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি। বুধবার (১১ আগস্ট) ভাটারা থানায় মাদক মামলার তিন দিনের রিমান্ড শেষে পিয়াসাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে ভাটারা থানা ও গুলশান থানার দুই মামলায় ফের তাকে পাঁচ ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আজ বিকেল ৩টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লার আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৬ আগস্ট শুনানি শেষে আদালত পিয়াসাকে গুলশান থানার মামলায় দুই দিন, ভাটারা থানার মামলায় তিন দিন এবং খিলক্ষেত থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১ আগস্ট রাত ১০ টায় রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার করে ডিবি পুলিশ। পরে পিয়াসাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।