আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় পিরোজপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৭

পিরোজপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৭


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৮, ২০২৪ , ৩:৩৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :  পিরোজপুরের পাড়েরহাটে অটোরিকশায় বাসের ধাক্কায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, পাড়েরহাটের ঝাউতলা স্ট্যান্ডে একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে অটোরিকশাটি ছিটকে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে আবার সড়কের উপরে এসে পড়ে। এসময় বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।