আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ পিরোজপুরে জাল টাকাসহ আটক ১

পিরোজপুরে জাল টাকাসহ আটক ১


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৯:৪১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


17কাগজ অনলাইন প্রতিবেদক: পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম বাজার থেকে রনি খান (২১) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকার জাল নোটসহ আটক করেছে পুলিশ।

রোববার (১২ জুন) সন্ধ্যায় তাকে আটক করা হয়। রনি খান মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের দুলাল খানের ছেলে।

পিরোজপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দাস জানান, রোববার সন্ধ্যায় মূলগ্রাম এলাকায় রনি খানকে এক হাজার টাকার ৫০টি জাল নোটসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রাম পুলিশ আটক করে থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রনিকে থানায় নিয়ে আসে। রনি ওই এলাকার এক ব্যক্তির কাছ থেকে জাল টাকাগুলো নিয়ে মঠবাড়িয়ায় যাচ্ছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।