আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ পিরোজপুরে জেএমবি সদস্যসহ আটক ৪০

পিরোজপুরে জেএমবি সদস্যসহ আটক ৪০


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৪:০১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


pirojpur-arrestপিরোজপুর: পিরোজপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে এক জেএমবি সদস্যসহ ‍আরো ৪০ জনকে আটক করা হয়েছে।

রোববার (১২ জুন) থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদের মধ্যে মঠবাড়িয়া পৌরশহরের সবুজনগর গ্রাম থেকে আকরামুজ্জামান (২৯) নামে এক জেএমবি সদস্য রয়েছেন। তিনি নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন মল্লিক জানান, আকরামুজ্জামান ২০০৭ সালে বরিশালের কোতোয়ালি থানা এলাকায় বোমা বিস্ফোরণ মামলায় আসামি। আদালত থেকে জামিন পেয়ে তিনি পলাতক ছিলেন।