আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য পুঁজিবাজারে সবচেয়ে বড় লোকসানে ফেসবুক স্বত্বাধিকারী মেটা

পুঁজিবাজারে সবচেয়ে বড় লোকসানে ফেসবুক স্বত্বাধিকারী মেটা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২২ , ৪:১৮ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :  ফেসবুকের স্বত্বাধিকারী সংস্থা মেটা পুঁজিবাজারে তাদের ইতিহাসের সবচেয়ে বড় লোকসান দেখেছে। বৃহস্পতিবার সংস্থাটি পুঁজিবাজারে ২৩০ বিলিয়নের বেশি মূল্য হারিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের স্বত্বাধিকারী সংস্থাটির শেয়ার মূল্য রেকর্ড ২৬ দশমিক ৪ শতাংশ পড়ে গেছে। মেটা আরও বলেছে, ফেসবুকের ১৮ বছরের ইতিহাসে এর দৈনিক সক্রিয় ব্যবহারকারীর (ডিএইউএস) সংখ্যা প্রথমবারের মতো সর্বনিম্নে পৌঁছেছে।

ব্লুমবার্গের বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, কোম্পানির শেয়ার মূল্য কমে যাওয়ায় এর প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সম্পদের নেট মূল্য ৩১ বিলিয়ন হ্রাস পেয়েছে। জাকারবার্গের সম্পদ যে পরিমানে কমেছে, তা ইস্তোনিয়ার বার্ষিক দেশীয় পণ্য উৎপাদন মূল্যের সমান।

এ সম্পদ হ্রাসের পরও বর্তমানে জাকারবার্গের সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৯০ বিলিয়ন ডলার। এর অর্থ হলো- তিনি এখন বিশ্বের শীর্ষ ধনীদের একজন।