আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য পুঁজিবাজার নিয়ে নেতিবাচক কিছু নেই: বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার নিয়ে নেতিবাচক কিছু নেই: বিএসইসি চেয়ারম্যান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০২১ , ১২:৪১ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান শিবলী রুবায়েত উল ইসলাম বলেছেন, শেয়ারবাজার নিয়ে নেতিবাচক কিছু নেই। আমাদের ক্যাপিটাল মার্কেট এখন খুবই ভালো করছে। শেয়ারবাজার দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে, আগামীতেও শেয়ারবাজার অর্থনীতিতে বড় অবদান রাখবে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে ৫২টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।
শিবলী রুবায়েত উল ইসলাম বলেন, যেখানেই যাচ্ছি, সেখানেই বাংলাদেশের সোস্যাল, ইকোনমিক ডেভোলপমেন্টের কথা তুলে ধরছি। এই উন্নয়নে সরকারের পাশাপাশি ছোট বড় সকল প্রতিষ্ঠানের অবদান রয়েছে।’