আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন পুত্রের প্রেম নিয়ে শাহরুখের জবাব

পুত্রের প্রেম নিয়ে শাহরুখের জবাব


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ২:৫১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


shahrukh_aryanকাগজ অনলাইন বিনোদন: বলিউড কিং হিসেবে পরিচিত শাহরুখ খান। সিনেমার পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে। তাই পর্দার শাহরুখের মতো তার ব্যক্তি জীবন নিয়েও ভক্তদের মনে কৌতুহলের শেষ নেই।

সিনেমার খবরের পাশাপাশি ব্যক্তিগত নানা কারণে খবরে আসেন তিনি। এদিকে অনেকদিন ধরেই শাহরুখ পুত্র আরিয়ান প্রেম করছেন এমন গুঞ্জনে মুখরিত বলিপাড়া। বিগ বি খ্যাত তারকা অমিতাভের নাতনি নব্য নাভেলি নন্দার সঙ্গে তাকে ঘিরে চলছে নানা গুঞ্জন। তাই এক সাক্ষাৎকারে ছেলের প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বাবা শাহরুখ।

প্রশ্নের জবাব শাহরুখ বলেন, ‘বাচ্চাদের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুদের সঙ্গে আমি যেভাবে কথা বলি তাদের সঙ্গেও একইভাবে কথা বলি। আমরা একসঙ্গে বসে গল্প করি, হাসাহাসি করি এবং একসঙ্গে দুঃখও করি। বাবা-মার দায়িত্বের বিষয়গুলো গৌরি দেখে। আমি তাদের প্রেমের সম্পর্ক নিয়ে কোনো প্রশ্ন করি না। এ বিষয়গুলোতে তারা তাদের মায়ের সঙ্গেই আলোচনা করে। আমি তাদের জিজ্ঞেস করি না, তারা ইচ্ছে করলে বলে, না হলে বলে না। কিন্তু সিনেমায় আমি যে ধরনের প্রেমের সম্পর্ক করি তাদেরটা তা থেকে সম্পূর্ণ ভিন্ন।’