আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন পূজার সাজে জয়া

পূজার সাজে জয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২০ , ১২:১৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : দুই বাংলার ব্যস্ত ও জনপ্রিয় তারকা জয়া আহসান যেন লম্বা ইনিংস খেলতে মাঠে নেমেছেন। ২০১৭ থেকে প্রত্যেক ছবিতে বক্স অফিসের সাফল্যকে সুনিশ্চিত করেছেন তিনি। তার অভিনীত মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ‘দেবী’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’— তিনটিই সুপারহিট বক্স অফিসে। শুধু এ বছরই নয়। ইতিমধ্যেই জয়া সাজিয়ে নিয়েছেন পরের বছরের বাছাই করা ছবির লম্বা তালিকা।

সামনেই দুর্গা পূজা। আর এটাকে সামনে রেখেই পূজার সাজে সেজে উঠলেন এই অভিনেত্রী। এই বিষয়ে ভারতীয় গণমাধ্যমে জয়া বলেন, ‘গেল কয়েক বছর ধরে আমার কাছে পূজার আনন্দ মানে ছবি রিলিজ করা। কলকাতার সৃজিত মুখার্জির যে কটি ছবি আমি করেছি সেগুলো পূজাতেই মুক্তি পেয়েছে। বড় হওয়ার পর তাই এটাই আমার কাছে পূজার মূল আকর্ষণ।’