আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা পেশাজীবী দল আল জাহারা প্রদেশ শাখার অভিষেক

পেশাজীবী দল আল জাহারা প্রদেশ শাখার অভিষেক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৩:১৭ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


DSCঅনলাইন ডেস্ক:  দেশে বিদেশে সকল পেশাজীবী মানুষদের ঐক্য হয়ে দেশনেত্রী বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান কুয়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল আল জাহারা প্রদেশ শাখার নেতৃবৃন্দ।

কুয়েত সিটির একটি হোটেলে আল জাহারা প্রদেশ শাখার অভিষেক অনুষ্ঠানে নব কমিটির নেতৃবৃন্দসহ বক্তারা এই দাবি জানান। কুয়েত সিটির রাজধানী হোটেলে পেশাজীবী দল কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানুর রহমান লিটন আল জাহারা প্রদেশ শাখার নব কমিটির সভাপতি মোহাম্মদ ইমান আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল সহ ৫১ সদস্য নতুন কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপদেষ্টা আবদুল কাদের মোল্লাসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা প্রবাসে সকল জিয়ার সৈনিকদের ঐক্য হয়ে আগামীতে নির্বাচন নয় আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে হটানোর আহ্বান করেন।