আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ পোশাককর্মীদের ঢল নেমেছে শিমুলিয়া ঘাটে

পোশাককর্মীদের ঢল নেমেছে শিমুলিয়া ঘাটে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২০ , ৭:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ছুটে চলছেন ঢাকাগামী পোশাককর্মীরা। ষষ্ঠ দিনের মতো আজ শনিবারও শিমুলিয়া ঘাটে শত শত পোশাককর্মীর ঢল লক্ষ করা গেছে। ফেরি ও ট্রলারে করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে আসছেন তাঁরা। করোনাভাইরাস পরিস্থিতিতে দুর্ভোগের মুখেই ঢাকায় ছুটছেন এ পোশাককর্মীরা। এদিকে, কাঁঠালবাড়ী ঘাট থেকে ফেরি ও ট্রলারে শিমুলিয়া ঘাটে এলেও ঢাকায় যেতে এসব পোশাককর্মীকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট থেকে অটোরিকশা, সিএনজি কিংবা রিকশায় করে বিভিন্ন উপায়ে ঢাকার উদ্দেশে ছুটে চলছেন তাঁরা। মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, আজ সকালে কাঁঠালবাড়ী ঘাট থেকে যাত্রীবোঝাই করে শিমুলিয়ায় আসে রো-রো ফেরি শাহ মখদুম, শাহ পরান ও ডাম্প ফেরি রামশিং। ফেরি তিনটিতে শত শত যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অধিকাংশই পোশাককর্মী। ফেরি ছাড়া ট্রলারে করেও যাচ্ছেন যাত্রীরা।