আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন পোশাক নিয়ে মন্তব্যে শিল্পার স্বামীকে ‘পর্নো কিং’ বললেন উরফি

পোশাক নিয়ে মন্তব্যে শিল্পার স্বামীকে ‘পর্নো কিং’ বললেন উরফি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২৩ , ১০:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্র বছর দুয়েক আগে পর্নোগ্রাফি মামলায় আলোচনায় আসেন। এ মামলায় তাকে প্রায় ৬৩ দিন জেলে থাকতে হয়েছিল। রাজ জেল থেকে ছাড়া পাওয়ার দুই বছর পার হলেও মাস্কে মুখ ঢেকে চলাফেরা করেন। এই ঘটনার পর থেকে প্রকাশ্যে কাউকে মুখ দেখাতে চাইছেন না রাজ। তাই তার সব সময়ের সঙ্গী থাকে বিভিন্ন ধরনের মাস্ক। সম্প্রতি একটি ‘স্ট্যান্ডআপ কমেডি’ শোতে দেখা যায় রাজ কুন্দ্রাকে। সেখানেই বিভি ধরনের রসিকতা করেন রাজ। তবে নিজের চুটকির ফাঁকে হঠাৎ টেনে আনেন এ সময়ের আলোচিত সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদকে। তাতেই বেজায় চটেছেন উরফি। রেগে গিয়ে রাজকে ‘পর্নো কিং’-এর উপাধি দেন উরফি।  প্রতিদিন বিভিন্ন রকমের পোশাক পরে সবাইকে তাক লাগিয়ে দেন উরফি। ‘বিগ বস্ ওটিটি’ ঘর থেকে বেরিয়ে পোশাকের কারণে প্রচারের আলোয় আসেন তিনি। কখনো খোলামেলা পোশাক পরার কারণে, কখনো আবার প্রায় কিচ্ছু না পরার কারণেও সমালোচিত হয়েছেন। কখনো আবার রোষের মুখে পড়েছেন তিনি। তবে তাতে পরোয়া নেই উরফির। গত দুবছর ধরে পোশাক নিয়ে নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গিয়েছেন তিনি। এতে তিনি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন। এবার রাজ কুন্দ্র নিজের স্ট্যান্ড আপে নিয়ে এলেন উরফিকে।  রসিকতা করতে গিয়ে বলেন, গত দুবছর ধরে আলোকচিত্রীদের তো একটাই কাজ, আমি কী পরেছি, আর উরফি কী পরেননি সেটা দেখার!’ রাজ কুন্দ্রর এ ভিডিও উরফির চোখে পড়েছে। এতে রেগে গিয়ে তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করে লেখেন, ‘‘অন্যদের নগ্ন করে টাকা রোজগার করে যে, সেই ‘পর্নো কিং’ এখন আমার পোশাক নিয়ে মন্তব্য করবে!” গত দুবছরে বছরে যে দুজন মানুষ ক্রমাগত আলোচনায়, একে অপরের থেকে দূরে অবস্থান করেই যেন জড়িয়ে পড়লেন তর্কে।