আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা প্যারিসে বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

প্যারিসে বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ২:৩৩ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


khunঅনলাইন ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বাংলাদেশির ছুরিকাঘাতে আরেক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ বাংলাদেশি।

বৃহস্পতিবার রাতে প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত অভারভিলা ক্যাথসিমা এলাকায় এ ঘটনা ঘটে। ফ্রান্সের স্থানীয় পত্রিকাগুলোতে সংবাদটি গুরুত্বসহকারে প্রকাশ করেছে।

বাংলাদেশ দূতাবাসের হেড অব কাউন্সিলর হযরত আলি খানের ভাষ্য ও ফ্রান্সের পত্রিকা পারিজিয়ান- এর প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই যুবকের নাম প্রিন্স (৩৮)। তার বাড়ি ঢাকা বিভাগের মাদারীপুরে। আহত অপর দু’জনের মধ্যে সাইফুল ইসলাম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি বরিশালে।

একটি সূত্রে জানা গেছে, রাস্তায় বিয়ার বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়া থেকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ক্যাথসিমার ইউরোপিয়ান হাসপাতালে পুলিশি প্রহরায় আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা কিংবা কেউ গ্রেফতার হয়েছেন কি না তা জানা যায়নি।

তবে পুলিশী তদন্ত চলছে। এদিকে, এক বাংলাদেশির হাতে আরেক বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বিগ্ন ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসীরা।