করোনা ভ্যাকসিন নিয়ে শিগগিরই বড় সুখবর দেবেন ট্রাম্প
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২০ , ৭:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : করোনা চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে দিন কয়েকের মধ্যেই বড় ঘোষণা আসছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে রেস্টুরেন্ট প্রতিনিধি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান। সূত্র: রয়টার্স। বৈঠকে ট্রাম্প বলেন, ‘করোনা চিকিৎসাবিজ্ঞান ও ভ্যাকসিনের বিষয়ে এটা অনেক বড় একটা দিন। এতে ব্যাপক উন্নতি হয়েছে। এ নিয়ে অনেক বড় ঘোষণা আসছে। সম্প্রতি করোনাভাইরাস থেকে বাঁচতে বিশ্বব্যাপী ১১৫টি ভ্যাকসিন বা টিকা নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে দ্য কোয়ালিশন ফর প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই)। ইতোমধ্যে মানবদেহে বেশ কয়েকটি ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষাও শুরু হয়েছে। তবে ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি (ইএমএ) বলেছে, দ্রুততম সময়ে প্রস্তত করা গেলেও এই প্রতিষেধক অনুমোদনের জন্য প্রস্তুত হতে কমপক্ষে এক বছর সময় লাগবে। ইএমএর প্রধান মার্কো ক্যাভালেরি বলেছেন, ‘সবকিছু পরিকল্পনামাফিক এগোলে এখন থেকে এক বছরের মধ্যে, অর্থাৎ ২০২১ সালের শুরুর দিকে কয়েকটি (টিকা) অনুমোদনের জন্য প্রস্তুত হতে পারে। আমরা যা দেখতে পাচ্ছি তার ওপর নির্ভর করে কিছু আগাম বার্তা দেয়া হচ্ছে মাত্র। তিনি আরও জানান, তারপরও বলতে হবে সবচেয়ে ভালো পরিস্থিতি থাকলেই কেবল এক বছরের মধ্যে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে। মার্কো ক্যাভালেরি আরও জানান, করোনা ভ্যাকসিন নিয়ে বিশ্বের যতগুলোটিম কাজ করছে তাদের সবারটা হয়তো অনুমোদন পাবে না এবং সেগুলো হারিয়ে যাবে