আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ প্রতিবন্ধী মানুষের মাঝে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ) এর ইফতার বিতরন

প্রতিবন্ধী মানুষের মাঝে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ) এর ইফতার বিতরন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১০, ২০২৩ , ৪:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে ডেস্ক : রোজা উপলক্ষে আইডিএফ এবার সারাদেশে ২০,০০০ রোজাদারের ইফতার খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম-আইডিএফ। এরই ধারাবাহিকতায় শনিবার ৮ এপ্রিল সন্ধ্যায় সাভারে প্রতিবন্ধী মানুষের মাঝে এই ইফতার বিতরণ করেছে আইডিএফ সংস্থা । ইফতার বিতরণ অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম-আইডিএফ এর নির্বাহী পরিচালক জনাব এস.এম.শফিউল আযমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত চিত্র নায়িকা কান্তা নুর এসময় বক্তারা বলেন, আমাদের এই উদ্যোগে আপনাদের সকলকে সামর্থ অনুযায়ী শরীক হওয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। আপনাদের আন্তরিক সহযোগিতায় অসহায় দুঃস্থদের মুখে হাঁসি ফুটবে এবং আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। এসময় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম-আইডিএফ টিম এ সবাই উপস্থিত ছিলেন।