আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড প্রতিশোধের ম্যাচে চিলির মুখোমুখি আর্জেন্টিনা

প্রতিশোধের ম্যাচে চিলির মুখোমুখি আর্জেন্টিনা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১:৩৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Argentinaঅনলাইন স্পোর্টস ডেস্ক: গতবছর কোপা আমেরিকার ফাইনালে পরস্পর মুখোমুখি হয়েছিল। এবার শতবর্ষী কোপার বিশের আসরে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি চিলি-আর্জেন্টিনা। শিরোপা হারানোর ক্ষত এখনো শুকোয়নি আলবিসেলেস্তেদের। তাই জেরার্ডো ‍মার্টিনোর শিষ্যদের সামনে প্রতিশোধের হাতছানি!

মঙ্গলবার (৭ জুন) ক্যালিফোর্নিয়ার লিভাইস স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। ভোর পাঁচটায় ‘ডি’ গ্রুপের অপর ম্যাচে পানামার মুখোমুখি হবে বলিভিয়া।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা অস্ত্র লিওনেল মেসির খেলা নিয়ে রয়েছে সংশয়। গত সপ্তাহের হন্ডুরাসের বিপক্ষে পিঠের ইনজুরিতে ভোগেন বার্সেলোনা তারকা। তবে মেসির ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনা।

এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো বলেন, ‘মেসির খেলার ব্যাপারে আমরা আশাবাদী। তাকে মাঠে নামানোর বিষয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে। কোপায় ভালো সময় কাটিয়ে শিরোপা জিততে মুখিয়ে আছে সে। তার মধ্যে আমি সেরকম মনোভাবই দেখছি, তাই মেসিকে নিয়ে আমি উদ্বিগ্ন নই।’

অন্যদিকে, মিডফিল্ডার আর্তুরো ভিদালের ইনজুরি চিলির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে পায়ে আঘাত পান বায়ার্ন মিউনিখ তারকা। তবে আর্জেন্টিনার বিপক্ষে ভিদালের খেলার সম্ভাবনা রয়েছে।

কোপা শিরোপা ধরে রাখার লক্ষ্যে চিলির সবচেয়ে বড় উদ্বেগের কারণ তাদের সাম্প্রতিক ফর্ম। জর্জ সাম্পাওলির স্থলাভিষিক্ত হওয়ার পর জুয়ান অ্যান্তোনিওর অধীনে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হারের লজ্জায় ডোবে চিলিয়ানরা। এর মধ্যে গত মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ঘরের মাঠেই ২-১ গোলে হারের দুঃস্মৃতি রয়েছে। অপরদিকে, ছয় ম্যাচ ধরে অপরাজেয় আর্জেন্টাইনরা শেষ চার ম্যাচেই জয়োল্লাসে মাতে।

পেনাল্টি শুটআউটের ফলাফল বাদ দিলে কোপা অামেরিকায় চিলির বিপক্ষে সবশেষ ২৫ বারের দেখায় অপরাজেয় আর্জেন্টিনা। ১৯ ম্যাচে জয় ও বাকি ছয় ম্যাচ ড্র হয়। ১৯৫৯ আসরে ৬-১ গোলে জেতার পর থেকে সাতবারের মুখোমুখি লড়াইতেই ক্লিন শিট (ম্যাচে গোল হজম না করা) বজায় রাখে ১৪ বারের চ্যাম্পিয়নরা।