আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সমঝোতায় আসুন: মির্জা ফখরুল

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সমঝোতায় আসুন: মির্জা ফখরুল


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১:২১ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


14ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রতিহিংসা, গুম, খুন ও হত্যার রাজনীতি নয়। আসুন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে এক সঙ্গে সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করি। আশা করি, এ বিষয়ে সরকারের শুভ বুদ্ধি হবে।’

রবিবার বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির এক বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে বিরোধী দলগুলোকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠু ও স্বাভাবিক করতে দিন। বিরোধী দলকে কখনো দমন করা যাবে না। গণতান্ত্রিক ক্ষেত্র তৈরি করতে হবে। তাহলে এসব সন্ত্রাস, খুন, রাহাজানি প্রতিহত করা সম্ভব হবে।

বর্ধিত সভায় জেলা বিএনপির সহ-সভাপতি নূর করিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।