আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন প্রথমবার একসঙ্গে এফ এ সুমন-গোবিন্দ

প্রথমবার একসঙ্গে এফ এ সুমন-গোবিন্দ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২২ , ৩:০৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  মহামারি করোনাভাইরাসের কারণে কণ্ঠশিল্পীদের আয়ের সবচেয়ে বড় উৎস নিয়মিত স্টেজ শো দেড় বছরের বেশি সময় বন্ধ ছিল। নতুন স্বাভাবিক অবস্থায় কিছুটা সচল হয়েছে এই মাধ্যমটি। শিল্পীরা স্টেজ শোতে আবারও ব্যস্ত হচ্ছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন শীত মৌসুমে স্টেজ শোতে ব্যস্ত থাকলেও করোনার কারণে দেড় বছর স্টেজে অনেকটা অনিয়মিত ছিলেন। সম্প্রতি নতুন স্বাভাবিক অবস্থায় আবারও স্টেজে ফিরেছেন এই গায়ক। তবে নতুন খবর হচ্ছে- প্রথমবারের মতো বলিউড অভিনেতা গোবিন্দর সঙ্গে একই স্টেজে পারফর্ম করবেন এফ এ সুমন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) নর্থ বেঙ্গলের ফালাকাটা মাতাবেন ৯০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও বাংলাদেশের গায়ক এফ এ সুমন। তাদের সঙ্গে আরো থাকবেন তানিয়া কর (পিউ) প্রমুখ। স্থানীয় সময় রাত ১০টায় তারা পারফর্ম করবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে এফ এ সুমন বলেন, শিল্পীদের আয়ের বড় একটি উৎস হচ্ছে স্টেজ শো। তবে করোনার কারণে দীর্ঘদিন স্টেজ শো গুলো বন্ধ ছিল। ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে আবারএ স্টেজ শো শুরু হয়েছে। তবে এবারের শো অন্যরকম ভালোলাগার। কারণ প্রথমবার একসঙ্গে একই মঞ্চে ফারফর্ম করব জনপ্রিয় অভিনেতা গোবিন্দর সঙ্গে। যার কারণে অন্যরকম ভালোলাগা। যোগ করে তিনি বলেন, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি৷ তার অনেক সিনেমা দেখলেও এবারই প্রথম কাছ থেকে দেখা হবে। সবমিলিয়ে দারুণ ভালো লাগছে।
Seen by Sumon Mostufa at Sunday 5:48pm