আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস প্রথম টি-টোয়েন্টি খেলতে বিকেলে মাঠে নামছে টিম টাইগার

প্রথম টি-টোয়েন্টি খেলতে বিকেলে মাঠে নামছে টিম টাইগার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২২ , ৪:১৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় হারার স্পোর্টস ক্লাবের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি খেলবে টাইগাররা। পরের দুটি ম্যাচও হবে একই ভেন্যুতে। ৫, ৮ ও ১০ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ৩০, ৩১ জুলাই ও ২ আগস্ট ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড

অধিনায়ক ক্রেইগ আরভিন, রায়ান বার্ল, রেজিস চাকাভা, চিভাঙ্গা টানাকা, লুক জঙ্গোয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাদহেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাদাকাদজা, টনি মুনিওঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

অধিনায়ক নুরুল হাসান সোহান, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।