আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি প্রথম রমজানে এতিমদের সঙ্গে ইফতার করবেন খালেদা

প্রথম রমজানে এতিমদের সঙ্গে ইফতার করবেন খালেদা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


khaledaকাগজ অনলাইন প্রতিবেদক: প্রতি বছরের মত এবারও প্রথম রমজানে এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আমন্ত্রণে রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ১১ জুন রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৪নং হলে বেগম খালেদা জিয়া রাজনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন।

১২ জুন একই স্থানে বিশিষ্ট সাংবাদিকসহ পেশাজীবী এবং ১৩ জুন বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে হোটেল ওয়েস্টিনে ইফতারের আয়োজন করেছেন। ইতোমধ্যে আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।

এছাড়া ৯ জুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে সুপ্রীম কোর্ট মিলনায়তনে ইফতার পার্টি অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

এছাড়াও খালেদা জিয়া ঢাকা মহানগরসহ ২০ দলীয় জোটের বিভিন্ন ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।