আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড প্রথম রোজার দিন এলাকার সব মসজিদে মাংস আর খিচুড়ি পাঠাবেন মুস্তাফিজ

প্রথম রোজার দিন এলাকার সব মসজিদে মাংস আর খিচুড়ি পাঠাবেন মুস্তাফিজ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১১:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


1464799819স্পোর্টস ডেস্ক: ৩০শে মে রাতে দেশে ফিরে ৩১ মে সাতক্ষীরার উদ্দেশ্য ঢাকা ছাড়েন মুস্তাফিজ।বাড়ি যেতে প্রায় রাত ১১টা বাজে।সকালে সাংবাদিকদের মুস্তফিজদের বাবা আবুল কাসেম গাজী জানালেন, সামনে রোজা। ব্যস্ত সময় যাচ্ছে। প্রথম রোজার দিন এলাকার আট মসজিদে ইফতারি

দিতে হবে। প্রথমে ভেবেছিলাম, প্রতিটি মসজিদে টাকা দিয়ে দিবো। পরে ছেলেদের সঙ্গে আলাপ করে ঠিক করেছেন, মাংস আর খিচুড়ি রান্না করে পাঠাবেন। সঙ্গে থাকবে খেজুর। প্রায় তিন হাজার রোজাদারের জন্য এ আয়োজন করতে হবে। বাবার চাওয়া, প্রথম রোজায় মুস্তাফিজ বাড়িতে থাকুক। গত বছর ঈদে মুস্তাফিজ বাড়িতে থাকতে পারেননি। এবার সবাই মিলে বাড়িতে ঈদের আনন্দ করতে চান।তখনও ঘুম থেকে উঠেনি মুস্তাফিজ।আবুল কাশেম গাজী জানালেন, মুস্তাফিজ গতকাল রাত তিনটার দিকে ঘুমিয়েছে।তাই ওর উঠতে দেরি হচ্ছে।