প্রথম রোজায় রাজধানী জুড়ে তীব্র যানজট
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৮:০১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: তীব্র যানজটের ভোগান্তি ঠেলে ইফতারির জন্য ছুটেছেন নগরবাসী। প্রথম রোজায় ইফতারির আগে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে রোকেয়া সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী, বনানী এলাকায় রাস্তার দুই পাশই একেবারে স্থবির হয়ে পড়ে।
বনানী থেকে সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা জানান, রাস্তার দুই পাশে গাড়ির প্রচণ্ড চাপ ছিল। বলা যায়, পুরো স্থবির হয়ে যায় বিভিন্ন এলাকা।
পুরান ঢাকার বঙ্গবাজার থেকে সিনিয়র করেসপন্ডেন্ট মফিজুল সাদিক জানান, শাহবাগ, জাতীয় প্রেসক্লাব, গুলিস্তান ও বঙ্গবাজার এলাকার রাস্তায় ছিল কম-বেশি যানজট।
স্টাফ করেসপন্ডেন্ট মানসুরা চামেলী মিরপুর থেকে জানান, মিরপুর-১০নং গোলচত্বর থেকে কাজীপাড়া, শেওড়াপাড়ায় বৃষ্টির পানি জমে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। রাস্তার দুই পাশেই যানজট দেখা দেয়।