আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা প্রবাসী সাংবাদিকদের মানোন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

প্রবাসী সাংবাদিকদের মানোন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১:৫১ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


87এম ওয়াই আলাউদ্দিন, সৌদি আরব থেকে: প্রবাসে বিশেষ করে সৌদি আরবে দীর্ঘদিন যাবত নিজকর্ম ছাড়াও বাংলাদেশর বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে কাজ করছেন অনেক প্রবাসী বাংলাদেশী, বেশ সুনামের সাথে স্থানীয় কমিউনিটির সংবাদ, জাতীয় দিবস, স্থানীয় দুতাবাস, কসস্যুলেট এর বিভিন্ন আয়োজন, বিশেষ করে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান কল্পে সংবাদ প্রেরণ করে আসছে প্রবাসী এসব সাংবাদিকরা।

দীর্ঘদিন কাজ করার মাধ্যমে সাংবাদিকতায় ইতোমধ্যে বিশাল অভিজ্ঞতা অর্জন করেছে এখানকার সাংবাদিকরা, বাংলাদেশে যেমন প্রসার ঘটেছে মিডিয়ার ঠিক তেমনি সময়ের প্রয়োজনে প্রবাসেও রয়েছে এর ধারাবাহিকতা, নিজেদের স্বার্থরক্ষায় প্রবাসী এসব সাংবাদিকদের নিয়ে ইতোমধ্যে বিভিন্ন প্লাটফর্ম তৈরি হয়েছে, এর মধ্যে বেশ প্রভাবশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে, অভিজ্ঞ সাংবাদিকদের নেতৃত্বে সৌদিআরব পশ্চিমাঞ্চল রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেক্ট্রনিক মিডিয়া এবং রিয়াদে প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ), এসব সংগঠনগুলো প্রবাসী সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

সৌদি আরব পশ্চিমাঞ্চল রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত প্রবাসী সাংবাদিকদের মানোন্নয়নের লক্ষ্যে বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় আল হামরা হোটেল আল-লিমারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন এটিএন বাংলার কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব।

এতে সৌদি আরব পশ্চিমাঞ্চল ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। অংশ নেন রিপোর্টার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, প্রচার সম্পাদক এসএ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, সংঠনের সদস্য আরটিভি’র জেদ্দা প্রতিনিধি হানিস সরকার, এসএ টিভির মক্কা প্রতিনিধি শারমিন রিমা (মুক্তা), বাংলাভিশনের ভারপাপ্ত প্রতিনিধি তোফায়েল আহমেদ, প্রবাস কথা ও মাই টিভির জেদ্দা প্রতিনিধি মোবারক হোসেন ভুঁইয়া, এটিএন বাংলার ভারপ্রাপ্ত প্রতিনিধি রাসেদুল ইসলাম সুমন, এনটিভির ক্যামেরাম্যান রঞ্জু আহমেদ, চ্যানেল২৪ এর জেদ্দা প্রতিনিধি সৈয়দ আহমেদ, জিটিভি’র জেদ্দা প্রতিনিধি সেলিম আহমেদ, সময় টিভি জেদ্দা প্রতিনিধি, মামুন আহমেদ, মোহনা টিভির জেদ্দা প্রতিনিধি রাসেদ সুমন ও চ্যানেল২৬ এর জেদ্দা প্রতিনিধি ফিরোজ আহমেদ।

প্রধান অতিথি প্রবাসী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা দুই দেশের নাগরিক। বাংলাদেশ ও সৌদি আরবের দুই দেশের প্রতি সম্মান রেখে সংবাদ প্রচার করবেন। এমন কাজে জড়াবেন না, যাতে দেশের সুনাম নষ্ট হয়।সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন প্রবাসে আপনারা হলেন বাংলাদেশের রিয়েল এ্যম্ব্বাসেডর , বিদেশে থাকা প্রতিটি বাঙ্গালী প্রবাসী আপনাদের খবর দেখে, এর মাধ্যমে বাংলাদেশের ভাব মুর্ত উজ্জল হচ্ছে।

পরে নৈশভোজের মধ্যে দিয়ে প্রবাসী সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।