আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন প্রশংসিত মেজবার গান ‘ঝড়ছে বৃষ্টি’

প্রশংসিত মেজবার গান ‘ঝড়ছে বৃষ্টি’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২০ , ১২:২৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  আলোচিত গায়ক মেজবার নতুন গান প্রকাশ পেয়েছে। গানটির শিরোনাম ‘ঝড়ছে বৃষ্টি’। সংগীতার ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই গানটি বেশ সাড়া ফেলেছে। সেই সাথে কুড়াচ্ছে প্রশংসা। গানটি লিখেছেন নন্দিত গীতিকার ও লেখক অনুরূপ আইচ। সুর ও সংগীত পরিচালনা করেছেন এ আর সারোয়ার। এ প্রসঙ্গে গায়ক মেজবা বলেন, এর আগে দেশের সেরা সেরা অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমার একাধিক গান প্রকাশ করলেও জীবনে এই প্রথম অনুরূপ আইচের গান করার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য সৌভাগ্যের। এই গুণী লেখকের গান করে আমি বেশ সাড়া পাচ্ছি নেট দুনিয়ায়। এতে করে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতাও খুশি। উল্লেখ্য, এর আগে মেজবার যেসব গান প্রকাশ পেয়েছে তা হলো- চুপটি করে, একটু শোন, লাভার বয় ইত্যাদি।