প্রস্তুতিতে সন্তুষ্ট সাকিব-হাথুরুসিংহে, সব ম্যাচ জেতার প্রত্যয়
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২৩ , ৫:৫৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। বাংলাদেশের কোচ ও অধিনায়ক পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করছেন। এশিয়া কাপের মিশনে যাওয়ার আগে বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসলেন সংবাদ সম্মেলনে। রোববার শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে দুজন কথা বললেন মহাদেশীয় এই প্রতিযোগিতা নিয়ে।
দুজনের কণ্ঠে এক সুর, প্রস্তুতিতে তারা শতভাগ সন্তুষ্ট। তাই এশিয়া কাপে এবার ভালো কিছুর প্রত্যাশায় আছে গোটা দল। তামিম ইকবালের পরিবর্তে হুট করে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া সাকিব এশিয়া কাপে ম্যাচ বাই ম্যাচ এগোতে চান, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব্যাটসম্যানরা রান পায়। এবারও তেমন কিছু্ হবে। এজন্য বোলারদের বেশ চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’
‘আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই। এজন্য আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করবো।’ – সাকিব যোগ করেন।