আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস প্রায় শত বছর পর অলিম্পিকে স্বর্ণ জিতল ফিলিপাইন

প্রায় শত বছর পর অলিম্পিকে স্বর্ণ জিতল ফিলিপাইন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২১ , ১২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন ১৯২৪ সাল থেকে অলিম্পিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে। গত ৯৭ বছরে প্রতিযোগীতায় অংশ নিয়ে ১০টি পদক জিতলেও কোনো স্বর্ণপদক তারা জিততে পারেনি।
সেই আক্ষেপটা গতকাল সোমবার মেটালেন হিদিলিন দিয়াজ। মেয়েদের ভারোত্তোলনে ৫৫ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন ৩০ বছরের দিয়াজ। স্ন্যাচে ৯৭ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে ১২৭ কেজিসহ মোট ২২৪ কেজি তুলে বাজিমাত দিয়াজের। এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিকে রুপা জিতেছিলেন তিনি। ফিলিপাইনের দ্বিতীয় অ্যাথলেট হিসেবে দুই অলিম্পিকে পদক জয়ের কীর্তিও এখন তার।
এদিন দিয়াজ চায়নার বিশ্বরেকর্ডধারী লিয়াও কিউইয়ুনকে হারান। লিয়াও ২২৩ কেজির টার্গেট ছুঁড়ে দেন দিয়াজকে। লক্ষ্য ছাপিয়ে বিশ্বরেকর্ড গড়েন এই ফিলিপাইনের ক্রীড়াবিদ। ফলে লিওয়াকে সিলভার নিয়ে খুশি থাকতে হয়েছে। আর ব্রোঞ্জ জিতেছেন কাজাখস্তানের জুলফিয়া সিনশানলো।