আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ প্রিজাইডিং অফিসারকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যালট ছিনতাই

প্রিজাইডিং অফিসারকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যালট ছিনতাই


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


doব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে অস্ত্রের মুখে জিম্মি করে চেয়ারম্যান পদের ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে গেছে আওয়ামী লীগ প্রার্থী মো. সালাহ্ উদ্দিনের সমর্থকরা।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার নাঁওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. কবির হোসেন জানান, সকাল সোয়া ১০টার দিকে নৌকা প্রতীকের ব্যাজ পরা শতাধিক যুবক ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে। এসময় ২০/২৫ জন যুবক আমার কক্ষে প্রবেশ করে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬শ` ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়।

এছাড়া ওই কেন্দ্রের দুইটি বুথ থেকে একটি করে ব্যালট পেপারের বই ও সিল ছিনিয়ে নিয়ে যায় নৌকার সমর্থকরা।

এদিকে কেন্দ্রে উপস্থিত পুলিশ সদস্যদের উপস্থিতিতেই ব্যালট পেপার ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রে অপেক্ষমান ভোটাররা।

তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা অভিযোগ অস্বীকার করে বলেন, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে, ব্যালট ছিনতাইয়ের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।