আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার, নৌকার ৩ কর্মী আটক

প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার, নৌকার ৩ কর্মী আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


UP - Copyলক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকারিদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের আচরণবিধি ভঙ্গের অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (৩ জুন) রাত ১১টার দিকে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ তাকে কেন্দ্র থেকে প্রত্যাহার করে নেন। প্রত্যাহার হওয়া ওই ভোটগ্রহণ কর্মকর্তার নাম মো. সোলায়মান আলী।

তিনি চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবসু পাটোয়ারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ জানান, ভোটকেন্দ্রের আচরণবিধি ভঙ্গ করে প্রার্থীর পক্ষ থেকে রাতের খাবার গ্রহণের অভিযোগে চরবসু পাটোয়ারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও গ্রামীণ ব্যাংক হাজিরহাট শাখার ব্যবস্থাপক মো. সোলায়মান আলীকে প্রত্যাহার করা হয়। ওই সময় নৌকা প্রতীকের পক্ষ হতে ভোটগ্রহণ কর্মকর্তাদের মাঝে রাতের খাবার বণ্টনকালে তিন কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেন।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পানেনি তিনি।