আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন প্রিয়াঙ্কার বেওয়াচকে অর্থহীন বললেন পামেলা

প্রিয়াঙ্কার বেওয়াচকে অর্থহীন বললেন পামেলা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২০ , ৬:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ২০১৭ সালে বিগ বাজেটে নির্মিত হয় ‘বেওয়াচ’। সিনেমাটি বেশ ব্যবসায়িক সাফল্য পেলেও সমালোচকদের প্রশংসা পায়নি। উল্টো সমালোচিত হয়েছে সিনেমাটি। আর হলিউড তারকা পামেলা অ্যান্ডারসনের মনও যে জয় করতে পারেনি এ ছবি, তা নায়িকার কথাতেই স্পষ্ট। পামেলা বলেছেন, অনেক টাকা। খরচ করেও ‘বেওয়াচ’ সিনেমা খুব একটা কিছু দেখাতে পারেনি।

পামেলা মূলত ‘বেওয়াচ’- এর মূল সিরিজের অভিনেত্রী। সেই টিভি সিরিজ দিয়ে নব্বই দশকে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন এই হলিউড অভিনেত্রী। সেই ‘বেওয়াচ’-এরই অ্যাডাপটেশন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’ নিয়ে মোটেও খুশি নন পামেলা। ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন অনুষ্ঠানে পামেলা বলেন, এই ‘বেওয়াচ’-এর মতো সিরিজ ফিল্মে পরিণত করা অর্থহীন। প্রিয়াঙ্কা চোপড়া, ডোয়েন জনসন অভিনীত ‘বেওয়াচ’ ছবিটি নাকি মোটে পছন্দ হয়নি পামেলা অ্যান্ডারসনের।