প্রেমিকার সঙ্গে গাইলেন সালমান
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১০:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
অনলাইন বিনোদন ডেস্ক: সালমান খান এখন ব্যস্ত আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ ছবির দৃশ্যধারণ নিয়ে। হরিয়ানার এক কুস্তিগীরের জীবনি নিয়ে নির্মাণ করা হয়েছে এটি। এতে বলিউডের এই সুপারস্টারের সহশিল্পী হিসেবে রয়েছেন আনুশকা শর্মা।
গত সোমবার (৩০ মে)ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম গান ‘বেবি কো ব্যাস পছন্দ হ্যায়’। এর কথা লিখেছেন ইরশাদ কামিল। এতে সুর করেছেন বিশাল-শেখর। কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি, ঈশিতা ও বাদশাহ।
সম্প্রতি এই একই গানটি গেয়েছেন সালমান খান। গত বৃহস্পতিবার (২ জুন) ইউটিউবে প্রকাশিত হয়েছে সেই ভার্সনটি। এর শিরোনাম ‘বেবি নু ব্যাস পছন্দ হ্যায়’। তবে সবচেয়ে মজার বিষয় হলো, এতে কণ্ঠ দিয়েছেন ৫০ বছর বয়সী এই অভিনেতার প্রেমিকা লুলিয়া ভানটুর। এ জন্য তাদের সহযোগিতা করেছেন গায়িকা ঈশিতা।