আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন প্রেম বিতরণের লোক পাচ্ছেন না শ্রীলেখা

প্রেম বিতরণের লোক পাচ্ছেন না শ্রীলেখা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০২১ , ১১:০২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  আর একা একা ভাল লাগছে না। বোর হয়ে যাচ্ছেন। মোটিভেটেড হতে পারছেন না। নিজের ইউটিউব ভিডিওতে এমনই বক্তব্য তুলে ধরেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কী এমন হল যার জন্য এই ভিডিও বার্তা? এই বিষয়ে জানতে চাইলে ভারতীয় গণমাধ্যমে তিনি বলেন, আরে না না! এই একা মানে সেই একা নয়। রোজ জিমে একা একা ওয়ার্কআউট করতে গিয়ে বোর হয়ে যাচ্ছি। কমপ্লেক্সের ভিতরে আমার জিম। সেখানে একটাও সুপুরুষ নেই। যাদের দেখে একটু মোটিভেটেড হব। যার সঙ্গে আমি একটু কম্পিটিশন করতে পারব।

তারপরেই যোগ করেছেন, তবে যে শুধুমাত্র পুরুষ হতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। ভাল ফিগারের, সুন্দর পোশাক পরা মহিলা হলেও হবে। আরও বলেছেন, প্রেম আমার জীবনে ভরপুর হলেও তা বিতরণ করার জন্য লোকজন পাই না। যাকে তাকে প্রেম বিলাতে পারব না। তার জন্য যোগ্য হতে হবে।