আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি প্র‌তিষ্ঠাবার্ষিকী‌তে আওয়ামী লী‌গের বি‌শেষ প্রার্থনা

প্র‌তিষ্ঠাবার্ষিকী‌তে আওয়ামী লী‌গের বি‌শেষ প্রার্থনা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৪, ২০২০ , ৬:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :  ক্ষমতাসীন আওয়ামী লী‌গের ৭১তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী‌তে বি‌শেষ প্রার্থনা ক‌রে‌ছে দল‌টি। মঙ্গলবার বাদ আসর আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনার রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গির কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এস এম কামাল, মির্জা আজম, শাখাওয়াত হোসেন শফিক, শফিউল আলম নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সম্পাদক সামসুন্নাহার চাপা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজীত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সেলিম মাহমুদ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য শাহাবউদ্দিন ফরাজী এ সময় উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির, কমলাপুর বৌদ্ধ বিহার, মিরপুর ক্যাথলিক চার্চেও বিশেষ প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

এছাড়া কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত করেন।

অন্যদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল করেছে ছাত্রলীগ। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে প্রার্থনা সভা করা হবে বলেও জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।