আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন প্লাজমা দান করবেন রুক্মিণী

প্লাজমা দান করবেন রুক্মিণী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২১ , ২:৩২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   করোনার সঙ্গে লড়ছে ভারত। যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারকারা। প্রিয়াঙ্কা, সালমান, অক্ষয়দের পাশাপাশি টলিউডের তারকারাও এগিয়ে এসেছেন মানুষের জন্য। এবার সে তালিকায় যোগ হলো রুক্মিণীর নাম। প্লাজমা দানের ঘোষণা দিয়েছেন এ অভিনেত্রী। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি। ভিডিওতে অভিনেত্রী বলেন, প্লাজমা দানের জন্য আমিও রেজিস্ট্রেশন করেছি।

শুধু তাই নয়, ভিডিওতে খুব স্পষ্টভাবে প্লাজমা দানের বিষয়টি বুঝিয়ে দিয়েছেন রুক্মিণী। যাতে সাধারণ মানুষের বুঝতে অসুবিধা না হয়। পাশাপাশি বারবার করে প্লাজমা দানের জন্য সবাইকে অনুরোধ করেছেন। রে়জিস্ট্রেশনের পর তিনি নিজেও প্লাজমা দানের জন্য এখন অপেক্ষা করছেন।

সম্প্রতি করোনামুক্ত হয়েছেন রুক্মিণী। মুম্বাইয়ে ‘সনক’ সিনেমার শুটিং চলাকালে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন। শুটিং শেষ করে তিনি কলকাতায় ফিরেছেন।

রুক্মিণীর এইভাবে এগিয়ে আসাকে সাধুবাদ জানিয়েছেন সুপারস্টার দেব। তিনি রুক্মিণীর ভিডিওর নিচে লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত, মেয়ে।’