আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ফখরুল জেলে অবরোধের নেতৃত্ব দেবেন কে, প্রশ্ন কাদেরের

ফখরুল জেলে অবরোধের নেতৃত্ব দেবেন কে, প্রশ্ন কাদেরের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২৩ , ৪:১৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নৃশংসতা বিএনপির আসল রুপ। পুলিশ-সাংবাদিক কাউকেই ছাড় দেয়নি দলটি। তাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলে। তাহলে তাদের অবরোধ কর্মসূচির নেতৃত্বে দিবে কে? রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সড়ক-নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি দিয়েছে; কিন্তু তাদের দলের মহাসচিব তো জেলে; এ কর্মসূচির নেতৃত্ব দেবে কে? রাজনীতিতে এমন কিছু ভুল আছে যেগুলো সংশোধন করার সময় অনেক সময় থাকে না। বিএনপি এমন কিছু দৃশ্যমান অপরাধ, আন্দোলনের নামে করেছে; যেটা আজকে গাজায় যে নৃশংসতা সাধারণ মানুষের ওপর হচ্ছে তার চেয়েও ভয়ংকর তারা। আমাদের নারী কর্মীরাও রেহাই পাইনি তাদের নির্যাতন থেকে। অনেককেই তারা তাদের পোশাক ধরে টানাটানি করেছে, আঘাত করেছে মারধর করেছে। মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিকদের ওপর নির্যাতন নিয়ে তিনি বলেন, তাহলে কী সাংবাদিকরা তাদের আসল রুপ নিয়ে লেখার কারণে নির্যাতন করা হয়েছে। সাংবাদিকরা যা দেখেছে তাই তো লিখবে এবং বলবে এটাই তাদের অপরাধ। এই জন্য বিএনপি তাদের ওপর হামলা করেছে। যাদের বিবেক আছে, বিবেকবান মানুষ সত্যের পক্ষে বলে ও সত্যের সাধনা করে। এধরনের মানুষ বিএনপির চোখে ভালো নয়। প্রত্যেকেই অপরাধী। অবরোধের নেতৃত্ব দেবে কে এমন প্রশ্ন রেখে কাদের বলেন, ২৮ তারিখে সরকার পতন, ২৯ তারিখে নতুন সরকার গঠন; এমন একটা কথা হয়েছিলো তাদের মধ্যে। আজকে ৩০ তারিখেও আমরা আছি। ২৮ গেলো ২৯ গেলো কিছুই তো হলো না। অনেক রাত পর্যন্ত নেতাকর্মীরা (আওয়ামী লীগ) এখনো মনে করছেন তাদের ডিউটি এখনো চলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতাকর্মীদের মধ্যে বিজয়ের মনোভাব। এটাই আমাদের বিজয়। তিনি বলেন, বিএনপি যখন চূড়ান্ত আন্দোলনের কথা বলে বিক্ষোভ সমাবেশ থেকে পদযাত্রা শুরু করেছিলো তখনই বলেছিলাম, এটাই তাদের পতনযাত্রা। ফখরুল সাহেব জেলে, বাকিরা পালিয়েছেন। অবরোধের নেতৃত্ব দেবে কে? বিএনপির সমর্থক গতকাল গাড়িতে আগুন দিয়ে পালাতে গিয়ে একটি নির্মাণাধীন বাড়ির ছাড়ে উঠেন। এরপর সেখান থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছেন। তাকে আবার তাদের আন্দোলনের শহীদ হিসেবে অ্যাখ্যা দিচ্ছেন নেতারা। পুলিশ সদস্যকে তারা যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটাই বিএনপির আসল রুপ। বিএনপির কর্মীরা কী বলবেন, কর্মীদের কিছু টাকা ধরিয়ে দিয়ে অতিরিক্ত কাপড় নিয়ে ঢাকায় আসতে বলেছিলেন নেতারা। বিএনপির কর্মীরা এখন বাড়ি ফিরতে ফিরতে বলছেন তারেক ভুয়া, ফখরুল ভুয়া। কেউ কেউ কান ধরে বলেছেন, এই দল আর করবো না যোগ করেন ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলনের নামে সহিংসতার মুখে পরিস্থিতি মোকাবিলা করায় নেতাকর্মীদের সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ধানমণ্ডি, গুলিস্তানসহ পুরো ঢাকা জুড়ে নেতাকর্মীরা সেদিন পাহারায় ছিলো এবং তাদের মধ্যে বিজয়ের উল্লাস ছিলো। আমরা নিশ্চিতভাবে নির্বাচনে বিজয়ের দিকে যাচ্ছি। যারা নির্বাচন করতে চান প্রত্যেকের রিপোর্ট আমাদের কাছে আছে এবং যাচ্ছে আমাদের নেত্রীর (শেখ হাসিনা) কাছে। মাঠপর্যায়ের রিপোর্টের ভিত্তিতে আগামী নির্বাচনের মনোনয়ন দেয়া হবে বলেও জানান তিনি। বর্তমানে এখন যে অবস্থায় আমরা আছি, আগামী নির্বাচনে বিজয়ী হবো। টানা চতুর্থবারের মতো বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আসবেন এ কথা জানিয়ে তিনি বলেন, বিশ্বনেতারা যাকে সম্মান করছেন। তখন দেশের কিছু মানুষ তাকে ছোট করতে চাইছে। তাই আমাদের কর্মসূচি যা ছিলো তা অব্যাহত থাকবে। আমাদের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে। দেশের যত উন্নয়ন হয়েছে, এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। এই সম্পদ আমাদের জাতীয় সম্পদ; এটি আমাদের রক্ষা করতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী মাসের নভেম্বরের ১৫ তারিখের আগেই নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করবেন।