আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২০ , ১২:১৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা এলাকার মোশাররফ হোসেন (৭৫) ও চুয়াডাঙ্গা রেলপাড়া এলাকার মোমেনা খাতুন (৬০)। আহতদের মধুখালী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই আব্দুর রহিম বলেন, ভোর রাতে মহাসড়কে একটি স্পিড ব্রেকার কাছে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং কমপক্ষে পাঁচজন আহত হন। মাইক্রোবাস ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।