আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ফল নিয়ে দারুণ খুশি পূজা চেরি

ফল নিয়ে দারুণ খুশি পূজা চেরি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২২ , ৩:৫৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  গতবছর রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। আর সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে আজ। এতে জিপিএ- ৪.০৮ (এ গ্রেড) নিয়ে পাস করেছেন পূজা।

এ বিষয়ে পূজা চেরি বলেন, ‘পরীক্ষার আগে টানা সিনেমার শুটিং ছিল। শুধু পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষায় অংশ নিয়েছি। মাত্র এক রাতে পড়ে পরীক্ষা দিয়ে এই রেজাল্ট করেছি, এতেই সন্তুষ্ট। সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু পূজা চেরির। নায়িকা হিসেবে অভিষেক যৌথ প্রযোজনার ছবি ‘নূর-জাহান’ দিয়ে। এরপর কাজ করেছেন ‘প্রেম আমার-২’। আর বর্তমানে ঢাকাই ছবির বেশ ব্যস্ত নায়িকা তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ ছবি। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ ছবির কাজ।