আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ফাঁস হল অপূর্বর সংসার ভাঙার রহস্য

ফাঁস হল অপূর্বর সংসার ভাঙার রহস্য


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২০ , ৪:০০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : সুখী দম্পতি হিসেবে পরিচিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতি। প্রভার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০১১ সালে অদিতিকে বিয়ে করেন অপূর্ব। তবে বিচ্ছেদ হয়ে গেছে অপূর্ব ও অদিতির। এই বিচ্ছেদের পেছনে কতিপয় সংবাদ পোর্টাল অভিনেত্রী তানজিন তিশার যোগসূত্র খুঁজছেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এমন খবর ছড়ালেও বিভিন্নভাবে খোঁজ নিয়ে তানজিন তিশার সংশ্লিষ্টতা কোনোভাবেই পাওয়া যায়নি। এবার এ বিষয়ে মুখ খুলেছেন অদিতি নিজে। তিনি বলেন, ‘দুজনের মধ্যে মনোমালিন্য ছিল। মতবিরোধ ছিল। এ কারণেই বিচ্ছেদ টানা হয়েছে। দুজনের চিন্তার জায়গা এক হচ্ছিলো না। এ ছাড়া আরও কিছু কারণ তো ছিলই। বলা যায় বড় ঝামেলাই হয়েছে দুজনের মধ্যে। তবে সে আমার সন্তানের বাবা। তাকে আমি ছোট করতে চাই না। কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না। এদিকে অপূর্ব ফেসবুকে দেওয়া এক স্টাটাসে লেখেন, আমি অদিতিকে সম্মান করি এবং আজীবন করবো। সুতরাং কোনভাবেই অদিতিকে অসম্মান করে তার পাশে অন্য কারো নাম আমি সহ্য করবো না। ভুলে যাবেন না অদিতি এখন আইনগত ভাবে আমার স্ত্রী না থাকলেও সে আমার সন্তানের মা।